
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ১৫ বছর যাবৎ পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামী মফিজুল ইসলাম মজনু(৬০) কে আটক করেছে।
তিনি উপজেলার মেঘাই গ্রামের মৃত জেলহোসেন এর পুত্র। ২০০৪ সালে নারী ও শিশু নির্যাতন মামলায় তার তিন বছরের সশ্রম কারাদন্ড হয়।
তখন থেকে তিনি পলাতক ছিলেন। কাজিপুর থানার এসআই রফিকুল ইসলাম বুধবার বিকেলে রাজশাহীর মহানগর চন্দ্রিমা এলাকা থেকে তাকে আটক করেছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোন ট্রাকিং এর মাধ্যমে তাকে আটক করা হয়েছে।
⇘সংবাদদাতা: কাজিপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।