
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মুক্তিযোদ্ধা পরিচয়দানকারী ও মামলাবাজ মোঃ সুন্দর আলীর হামলা,মামলার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন মোঃ শাহজাহান আলী ও তার পরিবার।
উপজেলা হাসপাতাল মোড়স্থ বুধবার সকালে সাগু শেখের হোটেলে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টায় সহ নানা ধরণের ভয়ভীতির অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামের মৃত কালু শেখের পুত্র মোঃ শাহজাহান আলী বলেন, উত্তর দরিয়াবাদ গ্রামের মৃত-জাগীর বেপারীর পুত্র সুন্দর আলী,শাহ আলম,জাহের আলীর পুত্র এরশাদ আলী,শাহ কামাল,শাহ আলমের পুত্র ফুলু মিয়া,ফুল বাদশাদের সাথে দরিয়াবাদ মৌজার ২৪৩,২৪৪,২১৫নং দাগের ভোগ দখলকৃত জমি নিয়ে দীর্ঘদিন থেকে মামলা চলে আসছে।
বর্তমানে নং ১৫৩৮/১৮নং মামলাটি মহামান্য হাইকোর্টে বিচারাধীন রয়েছে। তিনি আরো জানান-পুর্ব পুরুষ থেকে বসত বাড়ী ও দোকানপাট সহ তাদের ৮৪শতাংশ জমি ভোগ দখল রয়েছে। কিন্তু ৬২ রেকর্ড মুলে তিনটি দাগে ১৫শতাংশ জমি দাবী করে মুক্তিযোদ্ধা পরিচয়দানকারী সুন্দর আলী ও তার গংরা বিভিন্ন ভাবে হামলা,মামলা সহ ভয়ভীতি প্রদান করে বিভিন্ন ভাবে জমি দখলের পায়তারাও করছে।
এছাড়াও নিজেদের লোকদের মেরে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা মামলায় আবারো ফাঁসানোর চেষ্টা করছে। গত ১১মে তার ছোট ভাইয়ের স্ত্রীকে অন্যায় ভাবে মেরে জখমও করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অসহায় পরিবার হওয়ায় তাদের দূধর্ষ কার্যকলাপ ও হুমকিতে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় সহ আতংঙ্কে রয়েছে। তিনি পরিবারের নিরাপত্তা ও ভুমি রক্ষায় সহযোগীতা কামনা করেন।
এ সময় নিয়াজ শেখ,মুকুল শেখ সহ তার পরিবারের লোকজন ও জেলা/উপজেলা কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।