
সেবা ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস ২০১৮-র শেষ দিকে বিয়ে করেছেন। এরই মধ্যে প্রিয়াঙ্কাকে একাধিক বার প্রশ্ন করা হয়েছে কবে তিনি মা হবেন?
এ বিষয়ে প্রিয়ঙ্কা এবং নিক দু’জনেই সন্তানের ইচ্ছের কথা প্রকাশ্যেই শেয়ার করেছেন। কিছুদিন আগে তাদের বিবাহবিচ্ছেদের জল্পনায় সরগরম ছিল ইন্ডাস্ট্রি। ফলে সে সময় এই প্রসঙ্গ চাপা পড়লেও ফের এই প্রশ্ন সামলাতে হয়েছে পিগি চপসকে। শুধু প্রিয়ঙ্কা নন। সন্তানের পরিকল্পনা কবে করছেন, নিককেও এ প্রশ্ন করা হয়েছিল।
তিনি জানিয়েছেন, সন্তান হওয়া তার কাছে স্বপ্নপূরণের সামিল। আর প্রিয়ঙ্কা? তিনি কী বলেছেন? দিন কয়েক আগে একই প্রশ্নের উত্তর দিতে গিয়ে
বিরক্ত হয়ে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। প্রিয়ঙ্কাও কি বিরক্ত হলেন? দীপিকা-সহ একাধিক সেলেবের
ক্ষোভ, বিয়ে করলেই একই প্রশ্ন কেন করা হবে একাধিকবার? পরিবার পরিকল্পনা তো সকলেরই ব্যক্তিগত সিদ্ধান্ত! তবে অন্যদের মতো প্রিয়ঙ্কা রেগে
যাননি। তিনি স্পষ্ট বলেছেন, ‘আমি মা হতে চাই। কিন্তু দেখা যাক ভগবান কবে সেই সুযোগ দেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।