
সেবা ডেস্ক: শরীলে পুলিশের খাঁকি পোশাক ও মাথায় টুপি। পুলিশের উর্দি পরে এভাবেই ধরা দিলেন বলিউডের জনপ্রিয় বাঙ্গালি অভিনেত্রী রাণী মুখার্জি। ভাবছেন, হঠাৎ করে রাণী মুখার্জি পুলিশের বেশে কী করছেন?
মূলত রাণীর এই বেশ শিবানী শিবাজী রায়ের সৌজন্য মার্দানি-২ ছবির জন্য। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি মার্দানি বক্স অফিসে সফল হয়। সেই ছবির পরিচালক ছিলেন প্রদীপ সরকার। ২০১৪-র মার্দানিতে সিনিয়ার পুলিশ আধিকারিক শিবানী শিবাজী রায়ের ভূমিকায় দর্শকদের মুগ্ধ করেছিলেন রাণী। নারী পাচারকারীদের ধোলাই দিয়ে নিষিদ্ধপল্লী থেকে বহু মহিলাকে উদ্ধার করতে দেখা গিয়েছিল শিবানীরূপী রাণীকে।
এবার মর্দানির সিক্যুয়ালেও রানিকে সেই পুলিস আধিকারিকের ভূমিকাতেই দেখা যাবে তাকে। আর সেকারণে সাধারণ পোশাক ছেড়ে পুলিশের পোশাকে ধরা দিলেন রাণী।
তবে এবার প্রদীপ সরকার নন, মার্দানি-২ ছবিটি পরিচালনা করছেন গোপী পুথরন। জানা গেছে, এ বছরই মুক্তি পাচ্ছে ছবিটি। যশ রাজের তরফে রাণীর এই চরিত্রটি সম্পর্কে বলা হয়েছে, শিবানী চরিত্রটি একটি ঠাণ্ডা মাথার চরিত্র। যে ঈশ্বর কিংবা শয়তান কাউকেউ ভয় করে না। তবে শিবানীর কাছে অন্যায়ের কোনো ক্ষমা নেই।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।