
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর বেলগাছা ইউনিয়নে দুঃস্থমাতাদের সরকারের বরাদ্দকৃত ভিজিডি’র চাল বিতরন করা হয়েছে।
জানাগেছে,জানুয়ারী-মার্চ পর্যন্ত তিন মাসের নবাগত ২৮৩জন অসহায় দুঃস্তমাতা কার্ডধারীদের মাঝে মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী এই চাল বিতরন করা হয়। মহিলা অধিদপ্তরের পরিকল্পনা মোতাবেক অসহায় ও দুঃস্থ পরিবার সনাক্ত করে তাদের ২৪মাস মেয়াদ নতুন কার্ড প্রদান করে একসাথে তিনমাসের ভিজিডি চাল বিতরন করেন চেয়ারম্যান আঃ মালেক।
এ সময় ট্যাগ অফিসার উপজেলা সিএলপি কর্মকর্তা হুমায়ুন কবীর,ইউনিয়ন পরিষদ সচিব,ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।