
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর বিদ্যুৎস্পৃষ্টে মুকুল মিয়া(৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল এ ঘটনাটি ঘটেছে। নিহত মুকুল উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নতুন মরাকান্দি গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।
জানা যায়, সকালে জমিতে ধান কাটতে যায় কৃষক মুকুল মিয়া। সেখানে বৈদ্যুতিক সেচপাম্পের পরিত্যাক্ত ছেড়া তার মাটিতে পড়ে ছিল। মুকুল মিয়া বিদ্যুতের ওই তার সরাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।
নিহতের স্ত্রী মোছা. জায়েদা খাতুন জানান, তার স্বামী মুকুল মিয়া ধান কাটতে কামলা দিতে গেলে সেখানে এ দুর্ঘটনা ঘটে।
ইসলামপুর থানার এসআই হাসমত আলী ও এসআই শিব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।