
শনিবার রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া গ্রাম থেকে ঘাতক স্বামী বুদ্দু শেখকে গ্রেফতার করে পুলিশ। সে ঐ গ্রামের মৃত হানিফ শেখের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামে ভাড়াটিয়া বাসায় বুদ্দু তার স্ত্রী রুপাকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। পরে আহত রুপার বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে থানায় হত্যা চেষ্টার মামলা করেন। মামলার প্রেক্ষিতে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুপার ঘাতক স্বামী বুদ্দুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।