
সেবা ডেস্ক: নেত্রকোনার মোহনগঞ্জে একটি পিতলের মূর্তিকে স্বর্ণের মূর্তি বলে বিক্রি করার সময় তিন প্রতারককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের কাজিহাটি এলাকা থেকে নকল মূর্তিসহ ওই তিন প্রতারককে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাশের মদন উপজেলার আব্দুল গফুরের ছেলে রবিউল ইসলাম, আটপাড়া উপজেলার শ্রীরামপাল গ্রামের এংরাজ মিয়ার ছেলে বুলবুল মিয়া ও মোহনগঞ্জ উপজেলার খিদিরপুর গ্রামের রুস্তম আলীর ছেলে মনির হোসেন।
আটক প্রতারকদেরকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ রবিবার বিকেলে তাদের নামে থানায় একটি মামলা দায়েরের পর আদালতের নির্দেশে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. শওকত আলী জানান, আটককৃত ওই তিন প্রতারক মিলে সিলেটের বিয়ানীবাজার থেকে ৪০০ গ্রাম ওজনের একটি দেবী শ্রী-রাধার পিতলের একটি মূর্তি এক লাখ টাকায় ক্রয় করে তা স্বর্ণের মূর্তি বলে মোহনগঞ্জে বিক্রি করার জন্য নিয়ে আসে। পরে শনিবার রাতে তারা নকল ওই মূর্তিটিকে মোহনগঞ্জ পৌরসভার কাজিহাটি এলাকার সোহেল মিয়া নামে এক ব্যক্তির কাছে ৬ লাখ টাকায় বিক্রি করার জন্য নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে নকল এ মূর্তিটিসহ তিন প্রতারককে আটক করে।
ওসি আরো জানান, প্রতারকদের নামে থানায় একটি মামলা দায়েরের পর গতকাল রবিবার বিকেলে তাদেরকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।