আজ কালের মধ্যেই কমতে পারে তাপদাহ

S M Ashraful Azom
0
আজ কালের মধ্যেই কমতে পারে তাপদাহ
সেবা ডেস্ক: বৈশাখের ঝাঁঝলো দাবদাহ উষ্ঠাগত প্রাণিকূলে আসতে পারে স্বস্তি। কমতে পারে গরম। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ-কালের মধ্যেই গরমের দাপট কমবে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। খুলনাতে ৩৭ দশমিক ২ ডিগ্রি, সাতক্ষীরায় ৩৬ দশমিক ২, যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আশরাফুল আলম জানান, নিয়মিত বৃষ্টিপাত শুরু না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমবে না। এ সময়টা মৃদু ও মাঝারি তাপদাহ সাধারণ ঘটনা। এটা প্রতি বছরই ঘটে। তবে গরম এত তীব্র হয় না। এ বছর তা সহ্য ক্ষমতা ছাড়িয়েছে। হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপ বিরাজ করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিসৃত রয়েছে। দুয়েক দিনের মধ্যেই গরম কমবে। সোমবার বৃষ্টি হলেই কমবে গরম।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় আগামী তিন দিনে কমতে পারে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top