
সেবা ডেস্ক: আগামীকাল ১৭ মে শুক্রবার বিকাল ৩ টায় জামালপুরের সরিষাবাড়িতে যমুনা সার কারখানার এমপ্লয়িজ ক্লাবে তারাকান্দি ট্রাক মালিক সমিতির উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি’র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমেদ চৌধুরী, জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুনুর রশিদ, জামালপুর জেলা ট্রাক ও টেংলড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সরিষাবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান।
তারাকান্দি ট্রাক মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে ও তারাকান্দি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম মানিক এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে জামালপুর জেলা ও সরিষাবাড়ি উপজেলার সকল নেতাকর্মী উপস্থিত থাকবেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।