কোথায় আছেন ঢাকা শহরের এক সময়ের দাপুটে নেতা মায়া

S M Ashraful Azom
0
 কোথায় আছেন ঢাকা শহরের এক সময়ের দাপুটে নেতা মায়া
সেবা ডেস্ক: রাজনীতিতে বিভিন্ন সময় আলোচিত-সমালোচিত বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম রাজনীতি থেকে ছিটকে পড়েছেন। এক সময় রাজপথের এ দাপুটে নেতা অনেকটা অভিমান করে রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসভবনেই পরিবারের সদস্যদের সময় দিচ্ছেন।

অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মায়া চৌধুরী। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দুর্দর্শ গেরিলা বাহিনী “ক্র্যাক প্লাটুন” সৃষ্টির মাধ্যমে ঢাকা শহরে গণজোয়ার গড়ে তোলেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ঢাকা মহানগর আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর ঢাকাতে প্রকাশ্যে আন্দোলনের ডাক দিয়ে গ্রেপ্তার হন । ১৯৮১ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করলে তখন থেকেই ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করা শুরু করেন। এবং আজ বিভক্ত ঢাকার কমিটি দেওয়ার আগ পর্যন্ত মোট চার মেয়াদে তিনি সফলভাবে এই দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তৎকালীন বি এন পি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ঢাকাকে প্রায় অচল করে দেন। ১৯৯৭ সালে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার হাত থেকে মুক্তিযোদ্ধের সন্মান স্বরূপ বীর বিক্রম উপাধির পুরস্কার গ্রহন করেন।

তবে বর্তমানে বিভিন্ন আলোচনা-সমালোচনায় যুক্ত থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হন রাজপথের এ দাপুটে নেতা। মনোনয়ন বঞ্চিত হবার পর থেকেই রাজনীতির অন্দর মহলে চলে যান তিনি। মাঝে-মধ্যে দলের ছিটেফোঁটা সাংগঠনিক কার্যক্রমে দেখা মিললেও বড় ধরনের কর্মসূচিতে এখন আর আগের মত সময় দেননা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে শুরুতে বিক্ষুব্দ থাকলেও পরবর্তীতে দলের সভানেত্রী শেখ হাসিনার আহবানে আবারো রাজনীতিতে সক্রিয় হন। অংশ নেন দলের সাংগঠনিক কার্যক্রমে। একাধিক সূত্র জানায়, এক সময় মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে মায়া চৌধুরীর একচ্ছত্র আধিপত্য থাকলেও বর্তমানে তা আর নেই। তার কারণ হিসেবে মায়ার বহু দিনের সহকর্মীদের থেকে জানা যায়, অভিমান এবং আক্ষেপের দিক থেকেই মায়া চৌধুরী দলের অনেক কার্যক্রম থেকে সড়ে দাড়িয়েছেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top