
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: "বিয়ের আগে পরিক্ষা করলে রক্ত সন্তান থাকবে থ্যালাসেমিয়া মুক্ত" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সচেতনতা মূলক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
বুধবার সকালে সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠন ও পরিবর্তন যুব সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্দ্যোগে বেলকুচি সরকারী কলেজ থেকে এক শোভাযাত্রা বের করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হোসেন, বেলকুচি সরকারী কলেজের অধ্যাক্ষ মাস্তাফিজুর রহমান, পরিবর্তন যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি উজ্জ্বল অধিকারী, সদস্য আব্দুর রহিম তোতা, সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের উপদেষ্টা আর এন বেলাল, প্রচার সম্পাদক কৃষ্ণ কুমার, আনুষ্ঠানিক সম্পাদক আসলাম পারভেজ, দপ্তর সম্পাদক মমিন আহম্মেদ বিজয়, সংগঠনের বিভিন্ন স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ, বেলকুচি থানার পুলিশ সদস্যবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিজ নিজ উদ্দ্যোগে থ্যালাসেমিয়ার জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান। এছাড়া যদি বিয়ের আগে বর ও কনের রক্তের পরিক্ষা করা হয়, তাহলে কারও থ্যালাসেমিয়ার লক্ষণ আছে কিনা তা দেখা যাবে। জনসচেতনতা বৃদ্ধি করলেই দুই হাজার আটাশ সালের মধ্যে আমাদের দেশে থ্যালাসেমিয়া মুক্ত দেশ গড়া সম্ভব হবে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।