পলাশবাড়ীতে সাংবাদিক পরিবারের উপর হামলায় আহত-৩

S M Ashraful Azom
0
পলাশবাড়ীতে সাংবাদিক পরিবারের উপর হামলায় আহত-৩
গাইবান্ধা জেলা প্রতিনিধি: আনন্দ টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক আশরাফুল ইসলামের পরিবারের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার মা বোন ও ছোট ভাইসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছে।আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩ জুন সোমবার সন্ধায় সদরের গাইবান্ধা রোডের তিনমাথা নামক স্থানে।

ঘটনার বিবরনে জানা যায় ,প্রায় ২ বছর পুর্বে পলাশবাড়ী উপজেলার সদরের তিনমাথা মোড়ে মৃত রমজান মেম্বরের একটি গুদাম ঘর মেরামত করে মাসিক ১৫০০ টাকা ভাড়া নেয় সাংবাদিক আশরাফুলের পরিবার। সময়ের ব্যাবধানে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।গত সপ্তাহে কাউকে কিছু না বলে ঘর মালিক দোকানের তালা ভেঙ্গে ঘড় থেকে আসবাব পত্র ছুরে ফেলে দেয়। এবিষয়ে জানতে গেলে রমজান মিয়ার স্ত্রী ছেলেরা সাংবাদিক আশরাফুলের মায়ের উপর হামলা চালায়।

বিষয়টি মিমাংসার জন্য আশরাফুল পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগের তদন্ত কর্মকর্তা থানার এস আই কৃষ্ণ কে নিয়োগ করা হয়।

এদিকে সাংবাদিক আশরাফুল বিষয়টি নিস্পত্তির জন্য এস আই কৃষ্ণের হস্তক্ষেপ কামনা করলে তিনি বিষয়ট গুরুত্বসহকারে না নিলে গত শনিবার উভয় পক্ষের মধ্য আবারো সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় সাংবাদিক আশরাফুল বিষয়টি নিস্পত্তির জন্য আবারো এস আই কৃষ্ণের হস্তক্ষেপ কামনা করলে তিনি এরিয়ে যান।

অবশেষে সোমবার স্থানীয় ব্যাক্তিবর্গদের নিয়ে আপোষ মিমাংসার জন্য বসলে পুর্ব পরিকল্পিত ভাবে সাংবাদিক আশরাফুলের পরিবারের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় সাংবাদিক আশরাফুল ইসলামের মা আছমা বেগম (৫৫),ভাই শরিফুল ইসলাম (২০), ও ছোট বোন মিম (১৪) গুরুতর আহত হয়। বর্তমানে তারা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সাংবাদিক আশরাফুলের পরিবার জানায় মামলায় তদন্ত কর্মকর্তা দীর্ঘ দিন পলাশবাড়ী থানায় দায়িত্ব পালন করায় স্থানীয় ব্যাক্তিদের সাথে সখ্যতা গড়ে উঠেছে ফলে অভিযোগ টি আমলে না নিয়ে প্রতিপক্ষ উস্কিয়ে দেওয়ার ফলে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটে। তারা বিষয়টি তদন্ত সাপেক্ষে নিস্পতির জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top