
গাইবান্ধা জেলা প্রতিনিধি: পবিত্র রমজান শেষে সবার মাঝে আসে ঈদ আনন্দ। সৌদি আরবের সাথে মিলে এবার সেই ঈদের আনন্দ পালন করলেন গাইবান্ধাবাসী।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুকঘোড়াবান্ধা গ্রামে কিছু লোক ঈদের নামাজ আদায় করেছেন।
আজ ৪ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় মাঠ না থাকায় নিজেদের তৈরি মসজিদে মাওলানা আবুল কালাম আজাদের ইমামতিতে নামাজ আদায় করেন তারা। এতে জেলার সাদুল্যাপুর, বেতকাবা, রওশনবাগসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৫০ জন মুসল্লি জামাতে অংশ নেন।
এলাকাবাসী মোস্তফা মিয়া বলেন, আমরা ৩ বছর যাবত এইভাবে সৌদির সাথে ঈদ করে আসছি। বিগত বছরগুলোর চেয়ে এবার লোকজন বেশি।
মুসল্লি খাদেম হোসেন বলেন, আগে বাংলাদেশ সময় অনুযায়ী ঈদের নামাজ পড়েছি, এখন আর ভুল করি না, হাদিস কুরআনে প্রমান পেয়েছি তাই সৌদির সময় অনুযায়ী তাদের সাথে ঈদ করি। সৌদির সাথে রোজা রাখি, সৌদির সাথে ঈদ করি। বাকি জীবন সৌদির সাথেই ঈদ করব।
ইউপি সদস্য আসাদুজ্জামান জানান, নামাজের বিষয় আমি জানি, তারা কয়েক বছর ধরে সৌদির সাথে ঈদ করে আসছে। ঐ গ্রামের কিছু লোক সৌদি আরবের সাথে রোজা রাখে এবং ঈদও করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।