
ওয়াসিম হায়দার: সন্ধ্যার পর যখন চারিদিকে অন্ধকার হয়েগেছে ঠিক তখনই গ্রাম্য এক নালা যুক্ত সড়কের পাশে সদ্য নবজাতক শিশুর কান্নাঁকাটি শুনতে পায় পথচারীরা।
কাঁন্নার অাওয়াজের দিকে যেতেই দেখতে পায় কাপড় মোড়ানো অবস্থায় গাছের শিকড়ের সাথে পড়ে আছে ফুটফুটে একটা নবজাতক মেয়ে শিশু।
গতকাল(শুক্রবার) রাত ৮টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ৩নং ওয়ার্ডের মাদ্রাসা সড়কের পূর্বদিকে ফরিয়াদিকুল রোড এবং পেঠান শাহের রোডের ৩রাস্তার মাথা চেইল্লা তলী নামক স্থানে শিশুটিকে পাওয়া যায়।
পদুয়া বশির মোঃ সিকদার পাড়ার রাতের অন্ধকারে গ্রাম্য সড়কের পাশে জীবিত অবস্থায় পড়ে আছে নবজাতক শিশু- কান্নাঁর আওয়াজ শুনে শিশুটিকে উদ্ধার করলো এক পথচারী, সন্ধ্যার পর যখন চারিদিকে অন্ধকার হয়েগেছে ঠিক তখনই গ্রাম্য এক নালা যুক্ত সড়কের পাশে সদ্য নবজাতক শিশুর কান্নাঁকাটি শুনতে পায় পথচারীরা।
কাঁন্নার আওয়াজ কাছে গিয়ে দেখতে পায় কাপড় মোড়ানো অবস্থায় গাছের শিকড়ের সাথে পড়ে আছে ফুটফুটে একটা নবজাতক মেয়ে শিশু।
গত (শুক্রবার) রাত ৮টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ৩নং ওয়ার্ডের মাদ্রাসা সড়কের পূর্বদিকে ফরিয়াদিকুল রোড এবং পেঠান শাহের রোডের ৩রাস্তার মাথা চেইল্লা তলী নামক স্থানে শিশুটিকে পাওয়া যায়।
পদুয়া বশির মোঃ সিকদার পাড়ার আমিন শরীফ (জনুর বাবা) নামের একজন পথচারী তাৎক্ষনিক নবজাতক শিশুটিকে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে যায়, মুসলিম ধর্মাবলী অনুযায়ী আজান দিয়ে গোসল করিয়ে ডাক্তারের পরামর্শের জন্যে শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলেছে শিশুটি এখন সম্পুর্ণ সুস্থ্ আছে। ছেলেমেয়ে নেই এমন একটা পরিবার খবর পেয়ে নবজাতক মেয়ে শিশুটিকে লালনপালন করার জন্য নিয়ে গেছে।
তবে কেউ জানেনা শিশুটির বাবা-মা কে আমিন শরীফ (জনুর বাবা) নামের একজন পথচারী তাৎক্ষনিক নবজাতক শিশুটিকে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে যায়, মুসলিম ধর্মাবলী অনুযায়ী আজান দিয়ে গোসল করিয়ে ডাক্তারের পরামর্শের জন্যে শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলেছে শিশুটি এখন সম্পুর্ণ সুস্থ্ আছে। ছেলেমেয়ে নেই এমন একটা পরিবার খবর পেয়ে নবজাতক মেয়ে শিশুটিকে লালনপালন করার জন্য নিয়ে গেছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।