
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ভটভড়ির সাথে ট্রেনের ধাক্কায় কাঠ ব্যবসায়ী মান্দু শেখ (৫০) মারা গেছে। সে মেলান্দহ পৌরসভার শ্যামপুর গ্রামের মহেজ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানিয়েছেন, ১৮ জুন দুপুর ১২টার দিকে দুরমুঠ রেলস্টেশনের আউট সিগনালের পাশে ভটভড়ি গাড়িটি লেভেল ক্রসিং পারাপারের সময় রেললাইনে আটকে পড়ে।
এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেসের ধাক্কা দিলে ভটভড়ি গাড়িটি ছিটকে পড়ে। এতে কাঠব্যবসায়ী মান্দু শেখ ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। জিআরপি থানার ওসি তাপস কুমার চক্রবর্তী মুঠোফোনে সত্যতা নিশ্চিত করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।