সিলেট ওসমানী বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

S M Ashraful Azom
0
সিলেট ওসমানী বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন
সেবা ডেস্ক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে ২৪ জন ও অতিরিক্ত উপ-কমিশনার পলাশ রঞ্জন দে’র নেতৃত্বে ১৫ জনসহ মোট ৩৯ জনের পুলিশের বিশেষ ইউনিট সিআরটি সদস্য ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছেন।

রোববার বিকেলে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে এ তথ্য জানা গেছে। এদিন বিমানবন্দরের প্রধান প্রবেশ পথ, ভিআইপি প্রবেশ পথ, পার্কিংয়ের স্থান ও আশপাশের এলাকায় বিশেষ দায়িত্ব পালন করতে দেখা গেছে আর্মড পুলিশ সদস্যদের। এ সময় সেখানে দায়িত্ব পালনকারী পুলিশ পরিদর্শক সঞ্জিত দাস ও সহকারী পরিদর্শক দেবাশীষ দেব জানান, বিশেষ কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ রঞ্জন দে বলেন, সামনে ঈদ। এ কারণে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া এ সময়ে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যাতায়াত বাড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। তাই বিমানবন্দরে দায়িত্ব পালন করা ফোর্সের সঙ্গে আমরা অতিরিক্ত পুলিশ দিয়েছি।
তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top