রৌমারীতে ১৮৬ দিনমজুরের টাকা আত্মসাৎ

S M Ashraful Azom
0
রৌমারীতে ১৮৬ দিনমজুরের টাকা আত্মসাৎ
রৌমারী প্রতিনিধি: রাস্তায় মাটি কাটা ১৮৬ দিনমজুরের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রিপন মিয়া নামের একজন সরকারী চাকুরের বিরুদ্ধে। তিনি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইটার (সিএইচসিপি) এর দায়িত্বরত। গত ৮ মাস আগে যাদুরচর পূর্বপাড়া এলাকায় ওই দিনমজুরেরা রাস্তায় মাটি কাটেন। ঈদের আগে তাদের সমুদয় টাকা বুঝিয়ে দেয়ার কথা থাকলেও রিপন মিয়া ১ লাখ ৭০ হাজার টাকা তুলে নিজেই আত্মসাৎ করেন।

ওই এলাকার আব্দুল গফুর জানান, ৮ মাস আগে তৎকালীন এমপি রুহুল আমিন আমাদের গ্রাম পরিদর্শনে আসেন। রাস্তার বেহাল দশা দেখে প্রকল্প দেয়ার আশ্বাস দেন। এ আশ্বাসে গ্রামের দিনমজুরেরা আমার বাড়ি হতে দক্ষিণে কাদেরের বাড়ি পর্যন্ত দু’টি রাস্তায় প্রায় এক কিলোমিটার জুড়ে মেরামত করেন। টিআর প্রকল্পের একটি বরাদ্দও ধরানো হয় সেখানে। এ প্রকল্পের সভাপতি করার কথা ছিল দিনমজুরদের মধ্য থেকে। কিন্তু অজানা কারণে স্থানীয় প্রভাবশালী  রিপন মিয়াকে এ প্রকল্পের সভাপতি করা হয়। রিপন মিয়া এ সুযোগে ৪ মাস পর নামমাত্র কয়েকজন শ্রমিক নিয়ে ওই রাস্তার শেষ মাথায় সামান্য মাটি ফেলে সমুদয় টাকা তুলে আত্মসাত করেন।

মাটিকাটা শ্রমিক সমেজ উদ্দিন, মুকুল মিয়া, শহিদুল ইসলাম, রিয়াজ উদ্দিন ও আব্দুস সালাম অভিযোগ করে বলেন, সাবেক এমপি রুহুল আমিনের কথায় এলাকার দুটি রাস্তায় মাটি কেটে মেরামত করি। এমপি টিআর প্রকল্পের ১ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দও দেন। কিন্তু রিপন মিয়া নামের একজন সরকারী চাকুরীজীকে এ প্রকল্পের সভাপতি করায় তিনি প্রকল্পের সব টাকা তুলে আত্মসাৎ করেন।

গত ৮মাস থেকে শ্রমের মুজুরীর টাকা না পাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। এ বিষয়ে ওই শ্রমিকরা রৌমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রিপন মিয়া বলেন, ওই কাজে আমার প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। বিল পেয়েছি ১ লাখ ৭০ হাজার। তাই সব টাকা আমি নিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায় জানান, এ ঘটনায় আমি লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টি দেখা হচ্ছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top