
সেবা ডেস্ক: আজ ২৩ জুন। বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী অংশ গ্রহণের মধ্যে দিয়ে দিবসটি শুরু করা হয়েছে ।
আজ রবিবার (২৩ জুন) প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম প্রহরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে জেলা আওয়ামী লীগ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।
কর্মসূচি অংশ হিসেবে আগামি মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে থেকে শহরে আনন্দ শোভাযাত্রা বের হয়ে গেটপাড় গিয়ে শেষ হবে।
বুধবার বকুলতলাস্থ জেলা আওয়ামী দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।
এছাড়া জেলা আওয়ামী শহরের বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন, লাইটিং এবং অন্যান্য আলোকসজ্জায় সজ্জার ব্যবস্থা করা হয়েছে।
দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে নেতাকর্মীদের মধ্যে স্মরণীয় করে রাখতেই এমন দৃষ্টি নন্দন সাজ-সজ্জা করা হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।