বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় ২০০২ ব্যাচের পুনর্মিলনী

S M Ashraful Azom
0
বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় ২০০২ ব্যাচের পুনর্মিলনী
সেবা ডেস্ক: বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল বকশীগঞ্জ উত্তর বাজার পাট হাটি মোড়ে অবস্থিত আয়ান প্লাজার ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে ।

২০০২! বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ-দুঃখ গাথা কথা মালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ওই বছরকে ঘিরে। বর্তমানে শিক্ষা জীবন শেষ করে কচিকাচা সেই কিশোরগুলো সামাজিক ও কর্মক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে। আজ ৩ জুন ২০১৯ ও ২৮ রমজান সোমবার বকশীগঞ্জ উত্তর বাজার পাট হাটি মোড়ে অবস্থিত আয়ান প্লাজার ২য় তলায় দীর্ঘ সতেরো বছর পর মিলিত হয় বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ সালের  শিক্ষার্থীগন।
Bakshiganj nm high school 2002 batch reunion
ইফতার এর আগ মুহুর্তে অনুষ্ঠানস্থল সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে। দীর্ঘদিন পর সেই চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরে কৌশল বিনিময়সহ মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণে। এসময় সবার চোখে-মুখে ফুটে উঠে অনাবিল আনন্দ। প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় স্মৃতিচারণ করেন, বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের  মো. শাখাওয়াত হোসেন, মো. সিরাজ, রোপন মোদক, সুমন সওদাগর, মো. ‍সুজাদুল ইসলাম, একরামুল, সেলিম, সানাউল্লাহ, জাহিদ আল হাসান নয়ন, মো. আমিনুল ইসলাম, মো. রুবেল মাহমুদ, শিশিরুন ইসলাম, প্রনব সাহা, মো. চঞ্চল, লোকন তালুকদার, মো. লিমন, মো. মঞ্জুরুল, শামীম তালুকদার, মো. রিপন মিয়া, মো. ওমর ফারুখ রঞ্জু, রাসেল খন্দকার, পলাশ সাহা, মো. ইলিয়াস মিয়া ও এস.এম. আশরাফুল আজম প্রমূখ।
Bakshiganj nm high school 2002 batch reunion
ঈদের শত ব্যস্ততার মাঝেও স্কুল বন্ধুদের কাছে পেয়ে উপস্থিত সবাই আনন্দ ঘন মুহুর্তের পরিবেশ সৃস্টি হয়। এ সময় সকলের পরিবার, সমাজ ও দেশের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top