
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল শনিবার বিতরণ করা হয়েছে। মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ করেন মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ । চাল বিতরণের সময় উপজেলা প্রশাসনের পক্ষে সার্বিক তদারকিতে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ।
মেরুরচর ইউনিয়নের সচিব আবু হানিফ জানান, পবিত্র ঈদ উপলক্ষে এই ইউনিয়নের ৭ হাজার ৪৫২ টি পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হবে।
অপরদিকে বগারচর ইউনিয়নে শনিবার সকালে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউএনও সাঈদা পারভীন।
এ সময় বগারচর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, ট্যাগ অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, ইউপি সচিব এসএম আমিন উপস্থিত ছিলেন।
এই ইউনিয়নে ৮ হাজার ৮৯৩ টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।