
সেবা ডেস্ক: ২০২১ সালের ২৬ মার্চ এ স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে । আর স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তী ‘রাজনৈতিকভাবে উদযাপন’ করার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের জনগণকে চমক দিতে এই উৎযাপন নিয়ে বিএনপিতে ব্যাপক আলোচনা হলেও দলটির নেতা-কর্মীরা পড়েছেন নতুন শঙ্কায়।
রাজনীতি বাদ দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের নামে নতুন করে চাঁদাবাজির উপলক্ষ দেখছেন দলটির নেতৃবৃন্দ। দলকে শক্তিশালী করা বাদ দিয়ে বাণিজ্যিক চিন্তাভাবনা করার কারণে আগামীতে দলের সংকট বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে বিএনপির সংস্কারপন্থী নেতা হিসেবে খ্যাত জহির উদ্দিন স্বপন শঙ্কা প্রকাশ করে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের উদ্যোগ নিয়ে কিছু গুঞ্জন শুনেছি। তবে এখানে কিছু শঙ্কারও বিষয় রয়েছে। বিএনপির প্রায় প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে চাঁদাবাজির কিছু অভিযোগ পাওয়া যায়, যা সত্যিই অস্বস্তিকর। সুবর্ণজয়ন্তী নিয়ে সিদ্ধান্ত স্থায়ী কমিটির সদস্যদের কাছ থেকে এসেছে নাকি লন্ডন থেকে এসেছে তা দেখার বিষয়। যেখান থেকেই আসুক না কেন এখন দেখার বিষয় কতটা স্বচ্ছতার সঙ্গে বিএনপি এতবড় আয়োজন করতে পারে। আমার কাছে এটি চ্যালেঞ্জিং মনে হচ্ছে।
স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান বলেন, বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী দল নয়। সুতরাং স্বাধীনতা নিয়ে আয়োজন করতেই হবে। তবে দলের কিছু জামায়াত প্রভাবিত নেতারা অনুষ্ঠানকে কলঙ্কিত করার অপচেষ্টা করতে পারে বলে আমি মনে করি। এছাড়া নামে-বেনামে অনুষ্ঠান সম্পন্ন করার নামে চাঁদাবাজির একটি শঙ্কা থেকেই যাচ্ছে।
তিনি আরো বলেন, দুঃখজনক হলেও সত্য যে, লন্ডন থেকেই যে বার্তা আসে তা ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করে দেখান বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। যার কারণে কেন্দ্রের সাথে তৃণমূলের সঠিক সমন্বয় হয় না। এসব দূর করতে না পারলে আগামীতে দলের ঘুরে দাঁড়ানোটা চ্যালেঞ্জিং হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।