
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আঁখি (০৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানের চালক হবিবুর (৩৫) আহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের জলছত্র বাজার থেকে মাগন্তিনগর যাওয়ার সংযোগ রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আঁখি জলছত্র বাজার এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
আঁখির বাবা আনোয়ার হোসেন জানান, জলছত্র থেকে ভ্যানে মা রাশিদার সঙ্গে আঁখি নানা বাড়ি ফইটামারী গ্রামে যাচ্ছিল। তারা জলছত্র বাজারের সংযোগ সড়কে পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু আঁখিসহ ভ্যান চালক হবিবুরও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ারুল ইসলাম শাওন আঁখিকে মৃত ঘোষণা করেন।
বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।