
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুুুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে নারী ও শিশু কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্বাবলম্বি উন্নয়ন সংঘ,আস্থা প্রকল্পের আয়োজনে সোমবার দুপুরে ইসলামপুর কলেজ সভাকক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আবদুন নাছের বাবুল,ইসলামপুুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,অধ্যক্ষ আবু নাছের চৌধুরী চার্লেস,আস্থা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুখ রঞ্জন। বক্তারা নারীর ও কন্যার প্রতি দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করে সমাজকে বদলাতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এতে উপজেলার জন প্রতিনিধি,শ্ক্ষিক সুধীবৃন্দ এতে অংশ নেয়।
সভায় নারী ও শিশু কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামান আবদুন নাছের বাবুল। উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামান আবদুন নাছের বাবুল।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।