সম্পন্ন হলো ঋষিঘাটে পুণ্যস্নান ও দশহারা মেলা

S M Ashraful Azom
0
সম্পন্ন হলো ঋষিঘাটে পুণ্যস্নান ও দশহারা মেলা
সেবা ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীর সঙ্গমস্থল ঋষিঘাটে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছিল সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের দশহারা বারুণী মেলা। দশহারা বারুণী মেলায় হাজারো ভক্ত গঙ্গায় পুণ্যস্নানে সমবেত হয়েছে।

এ নদীর জল হিন্দু ধর্মালম্বীদের কাছে পবিত্র হওয়ায় আদিকাল থেকেই এ মেলা চলে আসছে। গতকাল বুধবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ মেলা। সেই আদিকাল থেকেই করতোয়া নদীর জল হিন্দু ধর্মালম্বীদের কাছে পবিত্র। হিন্দু ধর্মাবলম্বী ভক্তগণের বিশ্বাস- দশহারায় করতোয়া নদীর স্নান খুবই পুণ্যের। এ স্নানে পাপ মোচন হয়। এ বিশ্বাস নিয়েই সুদীর্ঘকাল ধরে এ স্নানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশসহ ভারত উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ আসেন ঘোড়াঘাটের ঋষিঘাটে চন্দ্র মাসের শুল্ক পক্ষের দশম তিথীতে দশহারা বারুণী মেলায়। এ কারণে প্রত্যন্ত অঞ্চল হতে এ উৎসবে আগত হাজারো মানুষের সমাবেশ হয়ে ওঠে মহামিলনকেন্দ্রে। 

এ মেলায় হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন আসেন কেনাকাটার জন্য। এ মেলায় চিত্তবিনোদনের জন্য ছিল নাগরদোলা, পুতুল নাচ ও শিশু খেলনা।

শাখা সিঁদুর, মিষ্টি, তালপাখা, প্রসাধনীসহ ঘর গৃহস্থলির সব কিছুই এখানে কিনতে পাওয়া যায়। এ পুণ্যস্নান উপলক্ষে ঋষিঘাটের প্রায় ১ বর্গকিলোমিটার তীর্থস্থানটি বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ ও পুণ্যার্থী মানুষের কোলাহলে মুখরিত হয়ে উঠেছিল। স্নান সম্পন্ন করার পর কেন্দ্রীয় মন্দিরে গঙ্গাপূজা ও ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হবার পর প্রসাদ বিতরণ হয়। দিনব্যাপী এই ঐতিহ্যবাহী মেলার বিশৃঙ্থলা এড়াতে পুলিশ, গ্রাম্য পুলিশ ও আনসার সদস্যগন উপস্থিত ছিল।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top