
সেবা ডেস্ক: অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত নতুন ছবি ‘দিন : দ্য ডে’র শুটিং চলছে ইরানের বিভিন্ন মনোরম লোকেশনে। ছবিটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করছেন ইরানী পরিচালক মুস্তফা অকাশ জমজম। সম্প্রতি দেশটির ঐতিহাসিক স্থান পারসিপলিসে এ ছবির গানের শুটিং হয়। শুটিংয়ে অংশ নেন চিত্রনায়িকা বর্ষা।
ইরান থেকে মুঠোফোনে তিনি জানিয়েছেন, ‘ইরানের ঐতিহাসিক স্থানগুলোতে এ ছবির শুটিং করছি আমরা। গানের দৃশ্যেও মনোরম, দৃষ্টিনন্দন সব লোকেশন ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে ছবির প্রায় ৭৫ ভাগ কাজ শেষ হবে। ছবিতে আমার চরিত্র একেবারেই ভিন্নরকম। দর্শকের জন্য বিষয়টি চমকই থাক।
আশা করছি দারুণ কিছু উপহার দিতে পারব দর্শকদের।’ ছবিতে পারসিপলিসে শুটিং সেটে বর্ষাকে সাজিয়ে দিচ্ছেন ইরানি রূপসজ্জাকর।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।