
চট্টগ্রাম প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রিয় বাঁশখালী পাঠক ফোরামের উদ্যোগে অর্থসহ কোরআন বিতরণ সম্পন্ন হয়েছে৷
আজ ৪'জুন (২৯ রমজান) মঙ্গলবার বাঁশখালীর মধ্যম শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয় বাঁশখালী সম্পাদক কাজী শাহরিয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা কাজী নূর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন এসএমসি এন্টারপ্রাইজের উর্ধতন কর্মকর্তা নাছির উদ্দীন।
বক্তব্য রাখেন ব্যবসায়ী মো শাহাবুদ্দীন, প্রিয় বাঁশখালী নির্বাহী সম্পাদক এস এম জসিম উদ্দীন, সাংবাদিক শিব্বির আহমদ রানা, গাজী কাইছার বিপ্লব, মো. আব্দুর রহিম, এনামুল হক, রিয়াজুল হক প্রমূখ।
বক্তারা যুব সমাজে ইসলামের মর্মার্থ চর্চায় অর্থসহ কোরআন অধ্যায়নের গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন। অর্থ সহ কোরআনের পাশাপাশি ঈদের উপহার স্বরূপ মেসোয়াক ও টুপি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে নাশিদ গেয়ে শোনান ইসলামুক হক তুষার ও মো. শাহাবুদ্দিন। অনুষ্ঠান শেষে মাওলানা ইমরান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।