
সেবা ডেস্ক: শেরপুর জেলার নালিতাবাড়ীতে দুটি স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আজ ৪জুন মঙ্গলবার এই দুটি স্থানে প্রতি বছরের মতো এবার ঈদুল ফিতর পালন করা হচ্ছে।
সূত্রে জানা গেছে, উপজেলার নন্নীর পশ্চিমপাড়া ও গোবিন্দনগরের ছয়আনী পাড়ায় গত বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আগাম ঈদ উদযাপিত হয়েছিল। বরাবরের ন্যায় এ বছরও আগাম ঈদুল ফিতর পালন করা হচ্ছে।
এই দুটি স্থানে ঈদের জামাত সকাল ৮-১০টার মধ্যে সম্পন্ন হয়। নন্নীর পশ্চিমপাড়া ও গোবিন্দনগরের ছয়আনী পাড়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে বেশ করে বছর ধরে ঈদ পালিত হয়ে আসছে।
সকালে এই দুটি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। পরে একে অপর কোলাকুলি করেন। এছাড়া একে অপরের মাঝে তারা সেমাই পায়েস বিতরণ করেন।
নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগর ছয় আনী পাড়ার আগাম ঈদের নামাজে ঈমাম মুফতি হাফিজুল ইসলাম গত ঈদুল ফিতরে জানান, আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর ঈদুল আযহা ও ঈদুল ফিতর পালন করি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।