
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ মাধ্যমিক পর্যায়ে ৪০ক্যাটাগরিতে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১১টায় ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রোকাইয়া পারভীন, সোনাহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, জোড়খালী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, ধুনট সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক জাফর আহম্মেদ, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক এমদাদুল হক মিলন, শিক্ষার্থী রেজওয়ানা হক ও সুমাইয়া নুর।
উল্লেখ্য,আলোচনা সভা শেষে প্রধান অতিথি জাতীয় শিক্ষা সপ্তাহের কেরাত, হামদ-নাত, রচনা, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোক সঙ্গীত, তাৎক্ষনিক অভিনয় ও নৃত্য বিভাগের ৩৬জন শিক্ষার্থী, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১২জন শিক্ষার্থী এবং সেরা ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ৪জন ও সেরা শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।