ধুনটে বৃষ্টির বাগড়ায় ঈদের কেনাকাটায় ভোগান্তি

S M Ashraful Azom
0
ধুনটে বৃষ্টির বাগড়ায় ঈদের কেনাকাটায় ভোগান্তি
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: আকাশে মেঘের ঘনঘটা। সকাল থেকে রোদের দেখা নেই। চলছে অবিরাম বৃষ্টি। এতে দুর্বিষহ হয়ে পড়েছে জীবনযাত্রা। বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাজার করতে আসা ক্রেতা সাধারণের। হঠাৎ বৃষ্টির বাগড়া ছন্দপতন ঘটিয়েছে বগুড়ার ধুনট উপজেলার ঈদ বাজারে।

বৃষ্টির কারণে কেনাকাটায় বেজায় বিপত্তি ঘটছে। ক্রেতা-বিক্রেতা উভয়কেই ভোগান্তিতে পড়তে হচ্ছে। বেশি বিপত্তি ঘটছে ফুটপাতের ঈদবাজারে। বৃষ্টি এলেই পোশাক রক্ষায় মরিয়া হয়ে ওঠেন তারা। তাঁবু বা পলিথিন দিয়ে কোনোমতে রক্ষা করেন পোশাক। আবার বৃষ্টি পড়লে পোশাক কিনতে যেতে ও কেনার আগে-পরে দুর্ভোগে পড়তে হয় ক্রেতাদের।

রোববার সকালে উপজেলা সদরের বঙ্গবন্ধু মার্কেটসহ বিভিন্ন বিপণি কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্রেতা সমাগম কিছুটা কম। যারা এসেছেন সবার কাছেই ছাতা। বৃষ্টির উৎকট ঝামেলা সহ্য করে তারা তাদের প্রয়োজনীয় কেনাকাটা সারছেন। রিমঝিম বর্ষণে শহরের অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে সাধারণ মানুষের ঈদের কেনাকাটায় ছেদ পড়েছে। ব্যবসায়ীরাও রয়েছেন অস্বস্তিতে।
Dhunate rainy agitation in the eid shopping crisis
কালেরপাড়া গ্রামের রাশেদ মাহমুদ জানান, মেয়ের জন্য পোশাক কিনতে বের হয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মার্কেটে দাঁড়ানোরই সুযোগ পাচ্ছেন না। আজ হয়তো আর শপিং করা যাবে না। তবে যেহেতু এখনো সময় আছে আগামীকাল শপিং করে নিবেন বলেও জানান তিনি।

ফুটপাতের কাপড় ব্যবসাীয় হেলাল উদ্দিন বলেন, এভাবে আগামী দিনগুলোর আবহাওয়া ভালো না হলে আমাদের ব্যবসার অপূরনীয় ক্ষতি হবে। বৃষ্টির কারণে ক্রেতারাও পড়েছে চরম বিপাকে। নানা প্রতিক‚লতা উপেক্ষা করে কেনাকাটা সেরে তারা কোনো রকমে বাড়ি ছুটছেন।

ব্যাংক কর্মকর্তা আব্দুল কাদের জানান, ব্যস্ততার কারণে আগে ঈদের বাজার করা সম্ভব হয়নি। ভেবেছিলাম রবিবার সন্তানদের নিয়ে মার্কেটে যাব। কিন্তু অবিরাম বৃষ্টির কারণে মার্কেটে যেতে পারিনি। এখন বৃষ্টি বন্ধ হওয়ার অপেক্ষায় আছি। বাচ্চারা তো আর অপেক্ষা করতে চায় না।

সোনালী নিউ মার্কেটের কাপড় ব্যবসায়ী হিটলার মিয়া বলেন, বৃষ্টি হলে ক্রেতারা ঘর থেকেই বের হতে পারেন না। এ কারণে বেচাকেনা কমেছে অর্ধেকের বেশি। ঈদের ঠিক আগ মুহূর্তে বৃষ্টি এভাবে বাধা হয়ে দাড়াবে তা বুঝতে পারিনি।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top