
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে।
সোমবার দুপুরে দূর্যোগ ও ত্রান অধিদপ্তর ইসলামপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে উপজেলার সাপধরী ও পলবান্ধা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ওই ১০টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেদ আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন ।
জানাগেছে,প্রতিটি ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারেরর মাঝে প্রতিটি পরিবারকে ১বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।