সম্পাদকীয়: নিম্নমানের ভিজিএফের চাল বিতরণ, দায়ী কে?

S M Ashraful Azom
0
নিম্নমানের ভিজিএফের চাল বিতরণ, দায়ী কে ?
সেবা ডেস্ক: পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ভিজিএফ কর্মসূচি চালু করেছে সরকার। বর্তমান সরকারকে গরিব বান্ধব সরকার বলা হয়। কারণ ইতোমধ্যে ১০ টাকা কেজি করে চাল কোন সরকারই চালু করেন নি। অতএব অনায়াসে বোঝা যায় সরকার গরিব নিয়ে কতটা চিন্তিত। সরকার একটি শ্লোগান দিয়েছে শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ । তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।

সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলাতেও ভিজিএফের চাল বিতরণ করা হয়। এবার এই উপজেলায় ৪২ হাজার পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু চাল বিতরণ নিয়ে কোন তেমন অনিয়ম না থাকলেও নিম্নমানের চাল নিয়ে ছিল চরম ক্ষোভ।

খোজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ সদর ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নে ভালো চালের সাথে কিছু নিম্নমানের চালও বিতরণ করা হয়। এতে করে ভিজিএফের কার্ডধারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নিম্নমানের চাল বিতরণ করায় চেয়ারম্যানদের দোষারোপ করেছে কার্ডধারীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে নিম্নমানের চাল বিতরণ কার স্বার্থে। কেন নিম্নমানের চাল বিতরণ করা হলো। আর নিম্নমানের চাল বিতরনে চেয়ারম্যানের দোষ কেন ? ‘এ যেন মরার উপর খারার ঘা” । উপজেলা খাদ্য গুদামে পর্যাপ্ত নতুন চাল থাকলেও অজ্ঞাত কারণে বিভিন্ন ইউনিয়নে নিম্নমানের চাল সরবরাহ করে খাদ্য গুদাম কর্মকর্তা গুলসানা খাতুন। কথা হলো সাধারণ মানুষ কেন পচা চাল খাবে।

আর কেনইবা পচা বা নিম্নমানের চাল বিতরণ করা হবে। এটি কার খেলা। প্রশ্ন জেগেছে গণমাধ্যম কর্মীদের, খাদ্য গুদামে কিভাবে এতো নিম্নমানের চাল আসলো ? খাদ্য গুদামে নিম্নমানের চাল সরবরাহ করে কারা, তা এখনই বের করা উচিত। খাদ্য গুদাম কর্মকর্তাদের অস্বচ্ছতা ও অবহেলার কারণে আমাদের গরিব ভাই ও বোনেরা যেন আর নিম্নমানের চাল খেতে না হয় সেদিকে প্রশাসনের নজর দেয়া উচিত। ভুল করবে খাদ্য গুদাম কর্মকর্তা আর এর ভুক্তভোগী হবে অসহায় মানুষ এটা মেনে নেয়া যায় না। বকশীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে নিম্নমানেরর চাল সরবরাহে কার হাত রয়েছে তার সমাধান দরকার।

এ বিষয়ে জামালপুর-১ আসনের সাংসদ ও সাবেকমন্ত্রী আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম মহোদয়ের হস্তক্ষেপ জরুরী।

লেখকঃ জিএম ফাতিউল হাফিজ বাবু, সম্পাদক, সেবা হট নিউজ


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top