
সেবা ডেস্ক: কক্সবাজারের উখিয়ার পার্শবর্তী ঘুমধুম ইউনিয়নে অভিযান চালিয়ে ১৭২ ভরি বার্মিজ স্বর্ণালংকার সহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য ৬০ লাখ ২০ হাজার টাকা।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ৩রা জুন সোমবার এক মেইল বার্তায় জানায় ২রা জুন রাত পৌনে ১১টায় বিজিবির সুবেঃ মোঃ শহিদুল আলম এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের মংজয়পাড়া নামক স্থানে (মংজয়পাড়া বিওপি সংলগ্ন) গাছবুনিয়া সীমান্ত এলাকা হতে উখিয়াগামী একটি সিএনজি তল্লাশী চালায়।
এসময় সিএনজিতে থাকা মরিচ্যা বরইতলীর বাসিন্দা মৃত নিতাই তংচংগার পুত্র নিচামং তংচংগার(৩০) ব্যাগ তল্লাশী করে ৬০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৭২ ভরি বার্মিজ স্বর্ণালংকার এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে। এছাড়া ৩টি মোবাইল ও সিএনজি জব্ধ করা হয়।
৩৪ বিজিবি আরও জানা.জব্ধকৃত মালামালসহ গ্রেফতারকৃত আসামীকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।