
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে উন্নত রাষ্ট্র ও হাতী গঠনের বিষয়ে, জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ এবং মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে জন-সচেতনা বৃদ্ধির লক্ষে, জেলা তথ্য অফিসের আয়োজনে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসের সভা কক্ষে উক্ত সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের, সহকারী তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম সহ স্থানীয় সংবাদিকবৃন্দ।
এসময় জেলা তথ্য অফিসার স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের বিষয়ে জনগণকে অবহিত করণ এবং মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে জন সচেতনা বৃদ্ধি করতে আহব্বান জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।