
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সীমান্তে মাদক, অস্ত্র, পণ্য চোরাচালান, অবৈধ ভাবে সীমান্ত পারাপার, নারী ও শিশু পাচার রোধ করে জনসাধারণকে দক্ষ ও কার্যকরী জনশক্তিতে পরিণত করতে সীমান্তবাসীকে সাথে নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি।
সোমবার সকালে এ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে হরিপুর উপজেলার মোলানি সীমান্ত এলাকার স্বনির্ভর কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন। এদিকে রোববার বিকেলে সীমান্ত অপরাধ প্রতিরোধে বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া, কোটপাড়া, বেউরঝাড়ী ও রতœাই সীমান্ত এলাকার মানুষের সাথে মত বিনিময় করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস এম সামিউন্নবী চৌধুরী।
আমজানখোর ইউনিয়ন পরিষদ চত্বরে বিজিবি’র আয়োজনে এ মত বিনিময় সভায় তিনি স্থানীয়দের সীমান্তে মাদক, অস্ত্র, পণ্য চোরাচালান, অবৈধ ভাবে সীমান্ত পারাপার, নারী ও শিশু পাচার সংক্রান্ত বিষয়ে উন্মুক্ত ভাবে মত বিনিময় করেন। এ সময় সীমান্তে বসবাসকারী মানুষদের বিভিন্ন সমস্যার কথাও শুনেন তিনি।
মত বিনিময় সভায় ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সামিউন্নবী বলেন, সীমান্ত ঘেঁসে বসবাস করা মানুষগুলো বিজিবিকে সহায়তা করলেই বিএসএফ’র হাতে গুলি খেয়ে আর কাউকে মরতে হবে না এমনকি কারো হাতে আটক হবে না বাংলাদেশের কোন নাগরিক। সীমান্তের প্রতিটি মানুষকে তিনি বন্ধু হিসেবে পাশে চান। আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু (ডংগার) সভাপতিত্বে চোষপাড়া বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার বাহাউদ্দীন, কোটপাড়া বিওপি ক্যাম্পের নায়েম সুবেদার ফারুক হোসেন, বেউরঝাড়ী বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল হক, লাজিব উদ্দীন কালঠুসহ স্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা এ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।