
সেবা ডেস্ক: জামালপুরের নান্দিনায় সিএনজি চালিত অটোরিকশা চালক নবীমাল(৫৮) হত্যার প্রধান আসামী রজন (১৬) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আজ ১৬জুন রবিবার সকাল ৬টায় দড়িহামিদপুর গ্রামের একটি পানি সেচ মেশিন ঘর থেকে তাকে আটক কর হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীমাল হত্যার প্রধান আসামী দড়িহামিপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে রজন (১৬) গ্রামের একটি পানি সেচ মেশিন ঘরে লুকিয়ে আছে এমন সংবাদ পায় রজনের পরিবার।
ভোররাতে খবর পেয়ে সাজনের বাবা মা ও পরিবারের লোকজন ওই মেশিন ঘরে গিয়ে রজনকে আটক করে। খবর দেয়া হয় রানাগাছা ইউনিয়ন পরিষদে। চৌকিদার হারুণ ও শাহজাহান ঘটনাস্থলে ছুটে গিয়ে মেশিন ঘরের দরজায় তালা দিয়ে রজনকে ভিতরে আটকে রাখেন। পরে এ খবর দেয়া হয় জামালপুর সদর থানায়। সেখান থেকে সাদা পোষাকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে ঘাতক সাজনকে আটক করে থানায় নিয়ে যায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।