
ঘাটাইল প্রতিনিধি : জাকের পার্টি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ঘাটাইলের পৌর এলাকার পশ্চিম পাড়া গ্রামে জেলা জাকের পার্টির সভাপতি মো. খলিলুর রহমানের বাড়িতে ৫ জুন বুধবার সকাল সাড়ে ১০টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিবছরের ন্যায় এবারও অসংখ্য ভক্ত, আশেকান, জাকেরান উপস্থিত হয়ে মাঠে একসাথে ঈদের নামাজ আদায় করেন। এই নিয়ে ৭ম বার ঈদ জামাতের আয়োজন করে জেলা জাকের পার্টি। নামাজে ইমামতি এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি মোঃ আবুল কাশেম বেলাল ।
দোয়া-মোনাজাত পূর্বক শুভেচ্ছা বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি মো.খলিলুর রহমান। আলোচনা শেষে ঈদ উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সবশেষে সকলের মাঝে তবররুক পরিবেশন করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।