জনগণকে সেবা দিতে হবে, না পারলে দায়িত্ব থেকে সরে যান

S M Ashraful Azom
0
জনগণকে সেবা দিতে হবে, না পারলে দায়িত্ব থেকে সরে যান
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র নিয়ে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা হাফিজার রহমান মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩৫ জন সাধারণ মানুষ অংশ নেন।

গণশুনানিতে অংশ নিয়ে শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের  শিবপুর গ্রামের ৮২ বছরের মানসিক প্রতিবন্ধী অষ্টবালা বয়স্ক ভাতা কার্ড করার পর মাত্র তিন মাসের টাকা ভাতা পেয়েছেন। বাকী নয় মাস ধরে কোনো ভাতার টাকা পাচ্ছেন না। তাঁর জামাই বিশ্বনাথ দাস বৃহস্পতিবার দুপুরে তার শাশুড়িকে নিয়ে গণশুনানিতে অংশ নিয়ে এ অভিযোগ করেন।

অভিযোগ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, এই কর্মস্থলে নতুন এসেছি, বিষয়টি আমার জানা নেই। তবে গত নয় মাস ধরে ওই ইউনিয়নে বরাদ্দ বন্ধ ছিল। আমি আসার পর তা চালু করে সব ভাতা প্রদানের ব্যবস্থা করেছি।

এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) সারোয়ার মাহমুদ ভাতা না পাবার বিষয়টি তদন্ত করে সাত দিনের মধ্যে জানানোর জন্য বগুড়ার উপ পরিচালককে (ডিডি) নির্দেশ দিয়ে বলেন, নয় মাস ধরে ভাতা না পাবার জন্য কার গাফলতি এবং অবহেলা আছে কী- না তা তদন্ত করে দেখার নির্দেশ দেন। 

শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই গ্রামের কৃষক হারেজ আলী ১৩০মণ ধান সরকারি খাদ্যগুদামে বিক্রি করতে গেলে তার কাছে উকোচ দাবি করা হয়। তার এই অভিযোগ তদন্ত করে সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ দেন দুদক মহাপরিচালক।

এছাড়াও নাম প্রকাশ না করার শর্তে উপজেলা মাধ্যমিক কর্মকর্তার বিরুদ্ধে বদলি, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণসহ নানা কারণে ঘুষ গ্রহণের অভিযোগ করা হলে শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ সুনিদিষ্টভাবে দাবি করেন।

গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক সারোয়ার মাহমুদ।

তিনি বলেন, এ দেশের জনগণের সেবক আমরা। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাদের কথা শুনতে হবে। তাদের কাজ করে দিতে হবে। না পারলে বলতে হবে কেন পারলাম না।
সরকারি কর্মকর্তা কর্র্মচারিদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে সেবা দিতে হবে, না পারলে সরে যান। আপনার জায়গায় আরেকজন আসবে। কারণ রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে আপনি চুক্তিবদ্ধ।
তিনি বলেন, দুদক আপনার প্রতিষ্ঠান, দুদক বিদেশ থেকে আসেনি, জনসাধারণকে সেবা দেওয়া সরকারি কর্মকর্তাদের কাজ। কারণ জনগণের করের টাকায় আমাদের বেতন হয়। স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করবেন। আমরা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের এ আয়োজন না। দুদক আপনাদেরকে শোধরানোর সময় দিবে। প্রথম পর্যায়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে। এরপর কোনো দুর্নীতির অভিযোগ পেলে তাদেরকে আর ক্ষমা করা হবে না। দুর্নীতিবাজরা যেই হোক তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মোরশেদ আলম, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার, শিবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাম নারায়ন কানু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিদুল ইসলাম, আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠানে সরকারি সকল দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top