
সেবা ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় প্রকাশ্য দিবালোকে ব্যস্ত মহাসড়কে এক ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এমনটাই ঘটেছে ।
রাজ্যের সঙ্গারেড্ডি জেলার ৬৫ নম্বর জাতীয় সড়কের এই ঘটনার নৃশংসতার ছবি নেটে ভাইরাল হয়ে ঘুরছে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির মোবাইল ফোনে এই ঘটনার ছবি তোলা হয়েছে।
সেই ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে তিনজন মিলে ঘিরে ধরেছে। এরপর তাকে রামদা দিয়ে কোপাচ্ছে। কোপানোর পর তারা বাইকে চেপে উধাও হয়ে যায়।
তেলেঙ্গানার পুলিশ বলছে, নিহত ব্যক্তির নাম মাহবুব পাশা। আততায়ীদের পরিচয় এখনও জানা যায়নি।
ভিডিওর সূত্র ধরে খুনীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশের ধারণা, পুরনো কোনও শত্রুতার জেরে এই খুন করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।