
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে গ্রাম আদালতের দুইদিন ব্যাপী রিফেশার্স প্রশিক্ষন শুরু হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ(২য় পর্যায়) প্রকল্পের আওতায়,মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সহযোগীতায়,উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা হলরুমে এই প্রশিক্ষন শুরু হয়।
গ্রামের শান্তি,সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক হৃদ্যতা বৃদ্ধি করতে উপজেলার সদর ইউনিয়ন ও গোয়ালের চর ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
এতে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ছামিউল হক, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ শরিফল ইসলাম,উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম বক্তব্য রাখেন।
বক্তারা সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষে গ্রাম দালতের মাধ্যমে অল্প সময়ে স্বল্প খরচে সাধারণ জনগন যাতে সঠিক বিচার পেতে জনপ্রতিনিধি সকলের সহযোগীতা কামনা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।