
জামালপুর-মেলান্দহ রেল স্টেশনের মাঝে ঝিনাই ব্রিজটি বর্তমানে মৃত্যুফাঁদে পরিণত হয়ে উঠেছে। কেননা, এখানে প্রায়ই দুর্ঘটনায় ট্রেনযাত্রীরা হতাহতের শিকার হচ্ছেন।
১৮৮৬ সনে বৃহত্তর ময়মনসিংহ জেলায় রেলপথ নির্মাণের সময় এই ব্রিজটি তৈরী করা হয়। আগেকার দিনে লোকজন কম ছিল এবং ছাদে বা বাদুর ঝোলাহয়ে চলাচল করতো না। কিন্তু এখন দিন বদলে গেছে। তাছাড়া দীর্ঘদিন বন্ধ থাকার পর বাহাদুরাবাদ নৌ-ফেরি চালু হওয়ায় উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষ ট্রেনযোগে রাজধানীসহ দেশের নানা প্রান্তে চলাচল করছেন।
কোনো ট্রেন যখন নড়বড় এই ব্রিজের উপর দিয়ে অতিক্রম করে তখন সমগ্র এলাকা প্রকম্পিত হয়ে উঠে। ব্রিজটি সরো হওয়ায় ট্রেনের ছাদে কিংবা দরজায় ভ্রমণরত অবস্থায় ট্রেন যাত্রীরা ব্রিজের লোহার রেলিং-এর সাথে আঘাতপ্রাপ্ত হয়ে হতাহতের শিকার হচ্ছেন।
সর্বশেষ ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার, ২৩জুন-২০১৯ইং তারিখে । স্থানীয় একজন যাত্রী এই ব্রিজে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইতিপূর্বে শত শত মানুষ এই ব্রিজে আঘাত লেগে মারা গেছেন। আহত হয়েছেন কয়েক হাজার। যে কারণে ব্রিজটি এখন একটি মৃত্যুফাঁদে পরিণত হয়ে উঠেছে। তাই, বাংলাদেশ রেলওয়ের কাছে আবেদন জরুরী ভিত্তিতে নড়বড়ে ঝিনাই ব্রিজটি ভেঙ্গে আধুনিক ও প্রশস্বস্তকরণ ব্রিজ নির্মাণ করা হোক। আর ট্রেন যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।
লেখক,
শামীম তালুকদার,
মেলান্দহ বাজার,
মেলান্দহ, জামালপুর।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।