ইসলামপুরে ডিগ্রীরচর সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
ইসলামপুরে ডিগ্রীরচর সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুর জেলায় সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে  ইসলামপুর উপজেলার প্রত্যন্ত ডিগ্রিরচর গ্রামে।

 অন্তত অর্ধলক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঐতিহ্যবাহী এ ঈদগাহ মাঠে ৮৬তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। যেখানে স্থানীয়রা ছাড়াও অন্যান্য উপজেলার হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতে অংশ নেন।

জানা যায়, উপজেলা সদরের পূর্ব প্রান্তে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নে অবস্থিত জেলার সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী ডিগ্রিরচর ঈদগাহ ময়দান। প্রতিবছর এ ময়দানে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। কালের স্রোতে ডিগ্রিরচর ঈদগাহ ময়দানটি পরিণত হয়ে উঠেছে একটি ঐতিহাসিক স্থানে। জেলার সর্ববৃহৎ অনুষ্ঠিত এ ময়দানের বিশাল ঈদের জামায়াত গৌরবান্বিত ও ঐতিহ্যবাহী করে তুলেছে ইসলামপুর উপজেলাকে।

মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভের আশায় প্রতিটি ঈদেই ঈদগাহে সকাল সকাল হাজির হন মুসুল্লিরা। যেখানে এক সঙ্গে অন্তত অর্ধ লক্ষাধিক মুসুল্লি ঈদের নামাজ আদায় করেন। জেলার সবচেয়ে বড় ঈদগাহে ঈদের নামাজে অংশ নিতে এবারও সকাল থেকেই ছিল মুসুল্লিদের ঢল। সকাল ১০টায় প্রতিবারে মতো এবারও ঈদের নামাজের জামাতে ইমামতি করেন জেলার বকশীগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা এনায়েত উল্লাহ। জেলার এই বৃহত্তম ঈদ জামায়াতে অংশ নিতে পেরে শুকরিয়া আদায় করেন মুসুল্লিরা। একই সঙ্গে এতো বড় ঈদ জামাত আয়োজন করাতে স্থানীয়দের মাঝে ছিল খুশির আমেজ।

জানা গেছে, ডিগ্রিরচর বড় ঈদগাহ মাঠটি ১৯৩৩ সালে স্থানীয় প্রখ্যাত আলমে-দ্বীন আল্লামা হযরত মফিজ উদ্দিন (রহঃ) প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করলে এতে সর্বপ্রথম ৪০ শতাংশ জমি দান করেন স্থানীয় হাজি নয়ানদর ব্যাপারী। এরপর দ্বিতীয় বারের মতো ঈদগার নামে ১৯৯২ সালে ১০ শতাংশ জমি দান করেন সমাজ সেবক রুস্তম আলী। এসব সমাজহৈতষি ব্যক্তিরা আজ কেউই বেঁচে নেই। বর্তমান ডিগ্রিরচর বড় ঈদগাহ মাঠের জমির পরিমাণ ৫ বিঘা। এই ঈদগাহ মাঠটির চারের তৃতীয়াংশ উচু দেয়ালে ঘেরা। এছাড়া এই মাঠের প্রাচীর দেয়ালে দুইট দরজা রাখা হয়েছে। মাঠে মুসল্লির সংখ্যা প্রতিবছর বেড়ে চলেছে।

অন্যদিকে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল নিজ এলাকায় খান পাড়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছেন। এছাড়াও ইসলামপুর কেন্দ্রীয় উপজেলা ঈদগাহ মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামান আবদুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ ধর্মপ্রান মুসুল্লিরা নামাজ আদায় করেন।
 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top