
সেবা ডেস্ক: আজ বুধবার ইংল্যান্ড বিশ্বকাপের ৯ম ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। দুটি দলই এক জয় নিয়ে বিশ্বকাপ শুরু করে এবার দ্বিতীয় জয়ের প্রত্যাশায় লড়াই শুরু করেছে। টস হেরে আগে ব্যাট করতে নেমে বেশ চাপে পরে বাংলাদেশ। সে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেও পারেনি টাইগাররা।
মাত্র ২৪৪ রানেই সব উইকেট হারিয়ে থেমে যায় তাদের ইনিংস। কিউইদের দিকে ছুঁড়ে দেয় ২৪৫ রানের লক্ষ্য।
বুধবার লন্ডনের ওভালে শুরুতেই ব্যাটে আসেন টাইগার ওপেনার তামিম ইকবাল ও আগের ম্যাচের সতীর্থ সৌম্য সরকার। বাউন্ডারি দিয়ে টাইগারদের রানের খাতা খুললো তামিম ইকবাল। আগের ম্যাচের মতন ধরে এবং দেখে খেলছিলেন টাইগার ওপেনিং জুটি। কিন্তু আজ সৌম্যর কপাল টা খারাপই ছিল বলা চলে। দলীয় অর্ধশতের কাছে গিয়ে ঘরে ফিরতে হলো তাঁকে। ম্যাট হেনরি বলে বোল্ড হলেন এই টাইগার ব্যাটসম্যান। যদিও দলকে ২৫ রান উপহার দিয়েছেন ফেরার আগে।
এরপর ক্রিজে আসেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। এসেই তামিমের সঙ্গী হন। টাইগাররা পার করে দলীয় অর্ধশত। এরপর ঠিক টাইগারদের বিশ্বকাপের প্রথম ম্যাচের মত সৌম্য আউট হওয়া আর দলীয় অর্ধশতের পরে তামিমের ফেরা। লকি ফার্গুসনের বলে এক বাজে শর্ট করেন তামিম ইকবাল। আর তা একদম হাতে গিয়ে পড়ে ট্রেন্ট বোল্টের হাতে। কোন কষ্ট ছাড়াই তামিমকে ফেরালেন কিউইরা।
৩৮ বলে ২৫ রানের এক ইনিংস খেলেন তামিম। এ যেন দক্ষিণা আফ্রিকার বিপক্ষে টাইগারদের ম্যাচের পুনরাবৃত্তি। আবারও দলের হাল ধরলেন সাকিব-মুশফিক। তুলে নিলেন দলীয় শতক। এরপরেই কপাল পুড়ে মুশফিকের। মিচেল স্যান্টনারের বলে শট করে সাকিবের কলে দৌড় দেন মুশি। কিন্তু সাকিব নিজের জায়গায় দাঁড়িয়ে থাকেন। গাপটিলের কাছে যাওয়া বল ছুড়ে দেন লাথামের কাছে।
মুশফিক ব্যাক করে ক্রিজে ঢুকতে ঢুকতে লাথাম উইকেট ভেঙে দেয়। সাকিবের ভুলে ফিরতে হলো মুশফিককে। এরপরপরই সাকিব তুলে নিলেন একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিজের ৪৪ তম অর্ধশত। ৫৬ বলে ৫১ রান তুলে নেন টাইগার অলরাউন্ডার। মিচেল স্যান্টনারের বলে ৪ মেরে অর্ধশত পূরণ করে সাকিব। আরো এক ওভার ভালোই খেলেন করেন ৬৪ রান।
এরপর আর এগোতে পারেননি এই অলরাউন্ডার। গ্রান্ডহোমের বলে লাথামের কাছে কট আউট হয়ে ফিরতে হয় তাঁকে। আসা- যাওয়ার মধ্যেই আছে বাংলাদেশের খেলোয়ারড়া। এবার ঘরে ফিরলেন মোহাম্মদ মিঠুন। ম্যাট হেনরির বলে গ্র্যান্ডহোমের হাতে ক্যাঁচ তুলে দেন মিঠুন(২৬)।
এরপর ফিরতেই থাকে টাইগাররা। মাহমুদউল্লাহ ২০ রানে, মোসাদ্দেক ১১ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। মেহেদি হাসান ও মাশরাফী পরপর ফেরেন ক্যাঁচ হয়ে। সাইফউদ্দিন বোল্ড আউট হয়ে ২৪৪ রানে ৪৯.২ ওভারে ইনিংস থামে বাংলাদেশের।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৪টি, ট্রেন্ট বোল্ট ২টি এছাড়া কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন ও মিচেল স্যান্টনার ১ টি করে উইকেট নেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।