
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে শিশুদের বিকাশ ঘটাতে পুষ্টি সমৃদ্ধ খাদ্য ও খাদ্য সংরক্ষন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিবন্ধিদের সাহায্যে করনীয় সম্পর্কীয় অবহিত করণ ও মত বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা বিআরডিবি সভা কক্ষে রবিবার এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ল্ড ভিশন জেলা সমন্বয়কারী তারজিনা আক্তার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,চেয়ারম্যান হারুনুর রশিদ, বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা,জন প্রতিনিধি,এনজিও প্রতিনিধি সুধীজন উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।