হোসনে আরার নেতৃত্বে এগিয়ে জামালপুরের সমবায় আন্দোলন

S M Ashraful Azom
0
হোসনে আরার নেতৃত্বে এগিয়ে জামালপুরের সমবায় আন্দোলন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) ময়মনসিংহ বিভাগের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য মিসেস হোসনে আরার নেতৃত্বে ইসলামপুর সহ সমগ্র জামালপুর জেলায় প্রতি নিয়তই এগিয়ে চলছে সমবায় আন্দোলন।
           
জানা গেছে, মিসেস হোসনে আরা গত ১৫ মার্চ ১২ ইং তারিখে ইসলামপুর উপজেলাধীন বিএসবি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য পদ লাভের মাধ্যমে সমবায় কার্যক্রমের সাথে যুক্ত হন। পর থেকেই তিনি গ্রামের ভ’মিহীন দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে সংগঠিত করে মিল্কভিটার পৃষ্ঠপোষকতায়  প্রায় ৩০০ জন সমবায়ী সদস্যের মাঝে প্রায় এক কোটি টাকা গাভীঋণ বিতরণের মাধ্যমে তাদেরকে দুগ্ধবতী গাভী পালনে উৎসাহিত করে দুগ্ধ উৎপাদন বৃদ্বিতে ও তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্যাপক ভুমিকা রেখেছেন।

তিনি গত ১০এপ্রিল১৬ ইং তারিখে দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি নির্বাচিত হন। সমবায়ী সদস্যদের মাঝে বিনামুল্যে গবাদিপ্রাণীর ঔষধ সরবরাহ, কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীর জাত উন্নয়ন, টীকা প্রদান ও উন্নত জাতের ঘাসের বীজ সরবরাহে ভুমিকা রাখছেন।

সমবায়ীদের ভবিষ্যতে নিয়ে এই প্রতিবেদককে  তিনি বলেন- জামালপুরের সকল ভ’মিহীন দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে সু সংগঠিত করতে হবে। শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশে বিনির্মানে সমবায়ীদের কর্মসংস্থান সৃষ্টি সহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। আগামীর সোনার বাংলা গড়তে সকলের সহযোগীতা কামনা করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top