![]() | |
|
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের কৃতি সন্তান ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান যুগ্ন সচিব পদে পদোন্নতি পেয়েছেন। ১৬ জুন জনপ্রশাসন অধিদপ্তরের উর্ধ্বতন নিয়োগ -১ অধিশাখার প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৭ তম বিসিএস (প্রশাসন ) ক্যাডারের কর্মকর্তা আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান এর আগে লালমনিরহাট জেলা প্রশাসক, কক্সবাজার জেলার ডিডিএলজি সহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে সুনামের সাথে সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও দায়িত্ব পালন করেন।
বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খান পাড়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম কুদরত আলী খানের সুযোগ্য পুত্র আলাউদ্দিন খান ব্যক্তি জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক।
তার পদোন্নতির পাওয়ার খবরে গ্রামের বাড়ি ও স্থানীয় এলাকায় খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। যুগ্ন সচিব পদে পদোন্নতি পাওয়ার পর সরকারের এই কর্মকর্তা সকলের কাছে দোয়া চেয়েছেন।
তিনি যুগ্নসচিব পদে পদোন্নতি পাওয়ায় বকশীগঞ্জের বিভিন্ন ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।