
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে গুঠাইলে মাহিন্দ্র ট্রাক চাপায় রাসেল ফারাজী (৮) নামে মাদরাসার ছাত্র নিহত হয়েছে। নিহত রাসেল উপজেলার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামের ইব্রাহীম ফারাজীর পুত্র। রবিবার সকালে উপজেলা গুঠাইল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাসেলের মামা জিল্লুর রহমান জানান- লেখাপড়ার সুবাধে রাসেল আমার বাড়ীতে থেকে গুঠাইল যমুনা আইডিয়াল একাডেমি’র নার্সারীতে পড়তে ছিল। আজ পরীক্ষা শেষে ছাত্র রাসেল সাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথি মধ্যে মাছপাড়া সড়কে বিপরীত দিক থেকে আসা ফকির আলীর ছেলে কোরবান আলীর মাটিবাহী মাহিন্দ্র ট্রাক চাপা দিলে ট্রাকের নিচে মাথা থেতলে ঘটনাস্থালেই মারা যায়। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান- ঘটনাস্থল পরিদর্শন করে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পায়নি,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।