
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ২৬ জুন বিকেল ৩টায় সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মেয়র শফিক জাহেদী রবিন বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে ৬৮ কোটি ১০ লাখ ১ হাজার ৪শ’ ৩ টাকা আয়, ৬৭ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ৯শ’ ১৬ টাকা ব্যায় এবং ২৭ লাখ ১১ হাজার ৪শ’ ৮৭ টাকার স্থিতি দেখানো হয়েছে। বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মিডিয়ার কর্মী ছাড়াও প্যানেল মেয়র আমিনুল ইসলাম, সচিব শরীফুল ইসলাম ভূঁঞা, পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারি ও সূধিবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।