
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ পৌরসভার প্রথম নির্বাচিত কমিশনার আলহাজ দুলাল উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না........রাজেউন।
৪ জুন সকাল সাড়ে সাতটার দিকে শাহাজাতপুরস্থ নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘ দিন যাবৎ কিডনী-ডায়াবেটিসসহ জটিল রোগে ভোগতে ছিলেন। ব্যক্তিজীবনে তিনি রাইচ মিল এবং ইটভাটা ছাড়াও সাধারণ ব্যবসার সাথে জড়িত ছিলেন।
দুলাল উদ্দিন একবার মেলান্দহ পৌরসভার প্যানেল মেয়র মনোনীত হয়েছিলেন। মঙ্গলবার বিকেল ৩টায় মরহুমের নামাজে জানাজা শাহাজাতপুর মসজিদ-মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। দুলাল কমিশনারের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। কর্মময় জীবনে তিনি মসজিদ-মাদ্রাসা-এতিমখানা ছাড়াও দু:স্থ্যদের দানখয়রাতসহ নানাভাবে সহায়তার কাজে অবদান রেখেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।