
সেবা ডেস্ক: আজ নিউজিল্যান্ড এর বিপক্ষে খেলছেন টাইগাররা। আজকের এই খেলায় সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে প্রায় আউট হতে বসেছিলেন তামিম ইকবাল। আবারও একই ঘটনা ঘটল বাংলাদেশের ইনিংসে।
প্রথম ম্যাচের মতো তামিম-সৌম্যর আউটের পর আজও জুটি জমিয়ে তুলেছিলেন মুশফিক-সাকিব। দুজনের ৫০ রানের জুটিতে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। হঠাৎ ছন্দপতন। সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হয়ে যান মুশফিকুর রহিম (১৯)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১৪২ রানের জুটি উপহার দিয়েছিলেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। ৪৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২২৫ রান।
লন্ডনের দ্য ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে যথারীতি বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন তামিম। আজ শুরু থেকেই হাত খুলে নিজের স্বাভাবিক খেলাটা খেলছিলেন দেশসেরা ওপেনার।
দুজনের স্বচ্ছন্দ্য ব্যাটিংয়ের মাঝেই ছন্দপতন। ২৫ বলে ৩ বাউন্ডারিতে ২৫ রান করা সৌম্য সরকারকে বোল্ড করে দেন আগের ওভারে দুই বাউন্ডারি খাওয়া ম্যাট হেনরি। দলীয় ৪৫ রানেই ভাঙে ওপেনিং জুটি।
সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ব্যক্তিগত ২১ রানেই আউট হতে পারতেন তামিম; তবে বল ঠিক জায়গায় না আসায় সে যাত্রায় রান-আউট থেকে বাঁচেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। ৩৮ বলে ২৪ রান তুলে ফার্গুসনের বলে ক্যাচ তুলে দেন ট্রেন্ট বোল্টের হাতে।
আবারও দলের হাল ধরেন সাকিব-মুশফিক জুটি। তাদের দারুণ ব্যাটিংয়ে ২২.৩ ওভারে একশ ছাড়িয়েছে বাংলাদেশ।
দুই দলই আজ নিজেদের সর্বশেষ ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। টগবগে আত্মবিশ্বাস নিয়েই আজ কিউইদের বিপক্ষে মাঠে নেমেছে তারা। অন্যদিকে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মানরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।